চিন্তা করে দেখলাম, গল্প-উপন্যাস এ বছর যেটা বের হওয়ার কথা সেটা আগামী বছর বের হলেও এমন মহাভারত অশুদ্ধ হবে না। সেগুলো চিরকালীন বিষয়। এটা সমকালীন। ম্যারাডোনা মাত্রই মারা গেছেন, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ছাপায়-মলাটে তাঁকে ধরে রাখতে ম্যারাডোনা নিয়ে বই করা দরকার এ বছরই। তাঁর সম্পর্কে নতুন-পুরনো লেখাগুলো বের করলাম। যোগ হলো গত বিশ্বকাপ
বইমেলা হবে কি না এই নিয়ে ঘোর অনিশ্চয়তা। প্রতি বছর ঈদ সংখ্যা বা অন্যান্য জায়গায় যা লিখি এগুলো মেরামত হয়ে ফেব্রুয়ারিতে বইয়ের আকার নেয়। প্রকাশকদের তাড়ায় নতুন অনেক কিছুও লিখতে হয়। চাপে অবস্থা এমন দাড়ায় যে মেলার ঠিক আগে কোনো কোনো সময় লুকিয়ে যেতে ইচ্ছা করে। এবার সেই হিসাবে খুব শান্তির সময়। বইমেলা না হলে বই করে কী হবে-এটাই এখন পর্যন্ত প্রকাশকদের সাধারণ অঙ্ক। প্রকাশকরা তাই ব্যস্ত বাংলা একাডেমি আর সংস্কৃতি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়িতে। যদি মেলার একটা বন্দোবস্ত হয়। সুযোগে আমরা, লেখকরা দিব্যি আরাম চেয়ারে বসে।
মনির ভাই, মানে প্রকাশনা সংস্থা অনন্যার মনিরুল হক, সেই আরাম চেয়ারে একটা ধাক্কা দিলেন। ‘মেলা হোক না হোক একটা বই না থাকলে কী চলে?’ তাঁর প্রশ্ন। উত্তরে, এই বই।
চিন্তা করে দেখলাম, গল্প-উপন্যাস এ বছর যেটা বের হওয়ার কথা সেটা আগামী বছর বের হলেও এমন মহাভারত অশুদ্ধ হবে না। সেগুলো চিরকালীন বিষয়। এটা সমকালীন। ম্যারাডোনা মাত্রই মারা গেছেন, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ছাপায়-মলাটে তাঁকে ধরে রাখতে ম্যারাডোনা নিয়ে বই করা দরকার এ বছরই। তাঁর সম্পর্কে নতুন-পুরনো লেখাগুলো বের করলাম। যোগ হলো গত বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ড থেকে পাঠানো লেখাগুলোও। সঙ্গে নিয়মিত কলাম টাচলাইন। বই হয়ে গেল।
ম্যারাডোনা সব কিছুতেই ব্যতিক্রম। এখানেও। বইমেলা হোক না হোক, ম্যারাডোনার বই বের হবে। পৃথিবীতে থাকুন না থাকুন, ম্যারাডোনার কিংবদন্তি বয়ে চলবে।
Average customer rating
There are no reviews yet.