![Mustafa Mamun](https://mustafamamun.com/wp-content/uploads/2021/12/MM-Logo-BJ.png)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তখন অনার্স পাশ করেছেন মাত্র। সেকেন্ড ক্লাস পেয়েছেন, কিন্তু তার বিশ্বাস ছিল এটা অবমূল্যায়ন। এক ম্যাডাম কেন যেন তাকে অপছন্দ করতেন, তার পেপারে যা-তা নাম্বার পাওয়াতেই সেকেন্ড ক্লাস। নইলে ফার্স্ট ক্লাস হত নিশ্চিতভাবে। তা মাস্টার্সের আগে সেই ম্যাডাম চলে গেছেন ডক্টরেট করতে, কাজেই তার মাস্টার্সে আর ফার্স্ট ক্লাস পাওয়া আটকানোর কেউ নেই
রহমান স্যারের পুরো নাম আব্দুর রহমান। বাবা-মা তাই রেখেছিলেন। তিনি নিজে তার সঙ্গে আমিন যোগ করে হয়েছেন আমিন আব্দুর রহমান। আব্দুর রহমান নামটা আধুনিককালে একটু খ্যাত প্রকৃতির, তার আগে আমিন যোগ করায় এখন নামটা স্মার্ট হয়েছে বলে তার বিশ্বাস। নাম চাইলের স্মার্ট করা যায়, কিন্তু কাজে-কর্মে স্মার্ট হওয়া তার তুলনায় একশ গুন কঠিন। অন্তত আব্দুর রহমান কিংবা আমিন আব্দুর রহমান এখন সেটা বোঝেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তখন অনার্স পাশ করেছেন মাত্র। সেকেন্ড ক্লাস পেয়েছেন, কিন্তু তার বিশ্বাস ছিল এটা অবমূল্যায়ন। এক ম্যাডাম কেন যেন তাকে অপছন্দ করতেন, তার পেপারে যা-তা নাম্বার পাওয়াতেই সেকেন্ড ক্লাস। নইলে ফার্স্ট ক্লাস হত নিশ্চিতভাবে। তা মাস্টার্সের আগে সেই ম্যাডাম চলে গেছেন ডক্টরেট করতে, কাজেই তার মাস্টার্সে আর ফার্স্ট ক্লাস পাওয়া আটকানোর কেউ নেই। তা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোটামুটি নিশ্চিত। কিন্তু রেজাল্ট হতে সময় লাগবে, তার প্রক্রিয়া শেষ হতে লাগবে আরও কিছু সময়, এই সময়টা নিজেকে ঝালাইয়ের জন্য কী করা যায়! তার এক বন্ধু পরামর্শ দিল, ‘তুই একটা চাকরি কর মাঝের সময়ে।’
‘চাকরি করব? কী চাকরি?’