প্রিয় লেখকের সাথে সাক্ষাৎ করতে বা একটু কথা বলতে যে কোন পাঠকেরই বিশেষ আগ্রহ থাকে। আর যদি নিজের প্রিয় লেখকের সাথে আড্ডার সুযোগ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। সেটা যেন প্রত্যাশা ছাড়িয়ে স্বপ্ন পূরণের মতো একটা ব্যাপার। হ্যা, তেমনটাই ঘটতে যাচ্ছে এবার। জনপ্রিয় লেখক মোস্তফা মামুন হবেন তাঁর পাঠকদের মুখোমুখি। হবে গল্প, জমবে আড্ডা। উপস্থিত থাকতে পারেন আপনিও।
৩ ফেব্রুয়ারি, ২০২২ শুক্রবার বিকাল ৩টায় “লেখকের সাথে আড্ডা-বইমেলা ২০২৩” শিরোনামে ব্যতিক্রম এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতিরপুলের ক্যাফে ফাইভ এলিফ্যান্টে। শুধুমাত্র নির্বাচিত পাঠকরাই হবেন আমন্ত্রিত, উপস্থিত থাকতে এখনি রেজিস্ট্রেশন করুন নিচের লিঙ্কে—